শ্যামনগর পাক হানাদার মুক্ত দিবস পালিত
অনাথ মন্ডল, শ্যামনগর:
দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ১৯ নভেম্বর সর্বপ্রথম সাতক্ষীরার শ্যামনগর হানাদার মুক্ত হয়। মুক্তিপাগল বাংলার দামাল ছেলেরা শ্যামনগরকে হানাদার মুক্ত করে। পালিত হয় শ্যামনগর পাক হানাদার মুক্ত দিবস। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ যথাযথভাবে দিবসটি পালন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন সভাপতিত্বে শনিবার (১৯ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডর, ডেপুটি কমান্ডার মোঃ আবুল হোসেন, সন্তান কমান্ডের সভাপতি, সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি বিশাল র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Please follow and like us: