বিয়েতে কম দামের লেহেঙ্গা দেওয়ায় রেগে বিয়ে ভেঙে দিল পাত্রী
নানা কারণে বিয়ে ভাঙে। কখনো আগে, কখনো পরে। তবে লেহেঙ্গা দামের কারণে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা কখনো শুনেছেন? কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের হলদোয়ানি গ্রামে।
চলতি বছর জুন মাসে বাগদান পর্ব সারেন ঐ যুগল। খুব স্বাভাবিক ভাবেই দুই বাড়িতেই বিয়ের প্রস্তুতি চলছিল জোরকদমে। তরুণী নিজেও বেশ উত্তেজিত ছিলেন বিয়ে নিয়ে। পছন্দসই বিয়ের পোশাকও কিনেছিলেন নিজের জন্য। হঠাৎই ছন্দপতন! পাত্রী বেঁকে বসেন। স্পষ্ট জানিয়ে দেন এই বিয়ে হবে না। অভিযোগ, হবু শ্বশুরবাড়ি থেকে কম দামের লেহেঙ্গা দেওয়া হয়েছে তাকে।
শ্বশুরবাড়ির তরফে পাত্রীকে লেহেঙ্গাটি দেওয়া হয়েছিল বৌভাতের সন্ধ্যায় পরার জন্য। দাম ১০ হাজার টাকা। আর এই দাম শুনেই অসন্তোষ প্রকাশ করেন পাত্রী। তার মনে হয়েছে বিয়ের পোশাকের জন্য ১০ হাজার টাকা একেবারেই যথেষ্ট নয়!
অন্য দিকে শ্বশুরবাড়ির তরফে জানা যায়, লখনউয়ের একটি প্রসিদ্ধ পোশাক বিপণি থেকেই কেনা হয়েছে লেহেঙ্গাটি। তার দামও বেশ অনেকটাই। যদিও কনে এই কথা বিশ্বাস করেননি। হবু শ্বশুরবাড়ি থেকে এ-ও বলা হয় যে, পছন্দ অনুযায়ী লেহেঙ্গা কিনে নিলে টাকা দিয়ে দেওয়া হবে। তবুও শেষ পর্যন্ত তার মন গলানো যায়নি। বিয়ে না করার সিদ্ধান্তে অটল থেকেছেন ঐ তরুণী।
সূত্র: আনন্দবাজার