পাটকেলঘাটায় ঠান্ডা জনিত রোগের প্রকোপ বৃদ্ধি
বিশ্বজিৎ চক্রবর্তি ॥ পাটকেলঘাটা:
পাটকেলঘাটা থানা সহ আশপাশের এলাকাগুলো ইতিমধ্যে শীত পড়তে শুরু করেছে। সেই সাথে ঠান্ডা জনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ক্লিনিক ও চিকিৎসা সেবালয় গুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর অধিকাংশই শিশু ও বয়োঃবৃদ্ধ।
গত কয়েকদিন ধরে বিকালের পর থেকে ঠান্ডা পড়ছে, এদিকে রাতে ও সকালে থাকছে ঠান্ডা। বেলা বাড়ার সাথে সাথে পড়ছে গরম এতেই সমস্যা হচ্ছে সাধারন মানুষের দেহে। আবহাওয়ার এমন পরিবর্তন জণিত কারনে বিভিন্ন প্রকার রোগ দেখা দিচ্ছে মানবদেবে। সন্ধ্যায় নামার সাথে সাথে পাটকেলঘাটাসহ আশপাশের বাজার গুলোতে মানব শূন্য হয়ে পড়ছে। তবে শীত জনিত রোগের কারনে অনেক রাত পর্যন্ত ফার্ম্মেসী ও ডাক্তারখানা গুলো খোলা থাকতে দেখা যায়। কিছুটা কুয়াসা ও বাতাসের কারনে বিভিন্ন প্রকার রোগের প্রার্দূভাব দেখা দিয়েছে। বিভিন্ন ক্লিনিক গুলোতে শিশু ও বয়োঃবৃদ্ধ রোগীর সংখ্যা বেশী বলে স্থানীয় ক্লিনিক কৃর্তপক্ষ জানিয়েছে। এ বিষয়ে গ্রাম ডাঃ সু-প্রদাশ মজুমদার বলেন, প্রচন্ড ঠান্ডায় জ্বর, গলা ব্যথা, নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়া, এ্যাজমা শ্বাসকষ্ট, হার্ট স্টোক ও ব্লাড স্টোক রোগীর সংখা বেশী হয়। এটা আবহাওয়া পরিবর্তন হওয়ার কারনে হচ্ছে। সাবধানে থাকলে এসব রোগ থেকে বাঁচা সম্ভব।