শ্যামনগরে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ ও নতুন ভবন উদ্বোধন
অনাথ মন্ডল, শ্যামনগর:
“কৃষি সমৃদ্ধি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শ্যামনগরে রবি ২০২২-২৩ মৌসুমে প্রনোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সহকারী কৃষি অফিসার জামাল হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবির, উপজেলা কৃষক লীগের সভাপতি মঞ্জুর এলাহী খোকন, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থানার ওসি তদন্ত সানোয়ার হোসেন মাসুম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন স্তরের ভুক্তভোগী কৃষক বিন্দু উপস্থিত ছিলেন।
Please follow and like us: