শ্যামনগরের মুন্সিগঞ্জে হরিণের মাংসসহ আটক এক
আশিকুজ্জামান লিমন:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের মরাগাং থেকে হরিণের মাংস সহ আটক-১ ৷ ১৫ নভেম্বর ২০২২ তারিখ রাত সাড়ে ১০ টার সময়ে গোপন সংবাদের ভিত্তিত্বে কৈখালী স্টেশনের আওতাধীন মরাগাং টহল ফাঁড়ীর সদস্যরা ও স্থানীয়রা মরাগাং খালের কালভার্টের পাশ থেকে হরিণের মাংস, একটি মোটরসাইকেল সহ আবুল হোসেন নামের এক মাংস পাচারকারীকে আটক করেন ৷
মাংস পাচারকারী আবুল হোসেন ছোট ভেটখালী গ্রামের কেনার ছেলে ৷
আবুল হোসেন রিপন নামের একজন ব্যক্তির জন্য তার ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে নিয়ে যাচ্ছিল ৷ মরাগাং গ্রামের জব্বার গাজীর ছেলে ইউনুস গাজীর কাছ থেকে এই মাংস ক্রয় করে ৷
স্থানীয়দের সূত্রে জানাগেছে যে, রাতে তাড়িয়ে আবুল হোসেনকে আটক করা হয় ৷ তবে মাংস বিক্রেতা ইউনুস প্রায় হরিণ শিকার করে থাকে ৷ তার নামে চলমান একাধিক হরিণ শিকার মামলা চলমান ৷মরাগাং টহলফাঁড়ীর ইনচার্জ সারোয়ার হোসেন ঘটনার সত্যতা শিকার করেন ৷