সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চাহিদা ভিত্তিক এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের মাঝে চাহিদা ভিত্তিক এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-৪(পিইডিপি) অর্থায়নে সদর উপজেলার ২৭ জন স্কুল শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার, চশমা, ইলেকট্রনিক শ্রবন ডিভাইজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা- তুজ- জোহরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়্যারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।