প্রতাপনগর হরিষখালির বেড়ি বাঁধে আবারও ধ্বস লেগেছে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার প্লাবনে ধ্বংস স্তুপে পরিণত প্রতাপনগর ইউনিয়নে আবারও একটি বেড়ী বাঁধে ধ্বস লেগেছে। দ্রæত ব্যবস্থা না নিয়ে বাঁধ ভেঙ্গে আবারও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা বিরাজ করছে।
ইউনিয়নের হরিষখালীতে ভয়াবহ আম্ফান সাইক্লোনে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছে। দীর্ঘ ভোগান্তির পর সরকারি ভাবে বাঁধটি পুনঃনির্মান কাজ করা হয়। প্রায় ১১ মাস নির্মান কাজ অতিক্রান্ত হতে না হতেই বাঁধের জিও বস্তা প্রায় ২/৩ ফুট দেবে গেছে। বস্তা সরে যাওয়ায় মূল বাঁধেও ফাঁটল ধরেছে। প্রায় ৩০/৪০ ফুট এলাকায় বাঁধ বসে যাওয়ায় ও ফাটল ধরায় বাধের অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রæততম সময়ে বাঁধ রক্ষায় কাজ না করা হলে দিনে দিনে ফাটল ও ধ্বস বেড়ে যাবে এবং তখন বাঁধ রক্ষা করা কষ্টকর হতে পারে। এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি পাউবোর নির্বাহী প্রকৌশলী ও এসওকে অবহিত করা হয়েছে।