দেবহাটা খলিশাখালি থেকে ৮০০ শতাধিক ভ‚মিহীন পরিবার উচ্ছেদ, লুটপাট ও ভাঙচুর অব্যহত
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খলিশাখালি ভ‚মিহীন পলীতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ৭৮৫ পরিবারকে উচ্ছেদ করার পর রাতের আঁধারে পার্শ্ববর্তী গ্রামবাসির বাড়িতে ভাঙচুর ও লুটপাট অব্যহত রয়েছে। জমির মালিক দাবিদারদের সশস্ত্র ভাড়াটিয়া সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে আস্তানা গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাদের দৌরাত্ম্যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না।
নোড়াচক ভ‚মিহীন সংগ্রাম কমিটির সহসভাপতি আবুল হোসেন গাজী জানান, মঙ্গলবার দরজার তালা ভেঙে তার দুটি গরু, ছয়টি হাঁস ও তিনটি মুরগী, ভাই বাবলুর একটি ছাগল, জিয়াদ আলীর দুটি ছাগল লুটপাট করা হয়। রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে তার বাড়ির পশ্চিম পাশের জানালা ভেঙে ঘরে ঢুকে ড্রামের চালসহ সর্বস্ব লুট করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন বাড়ির গরু , ছাগল লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। ভাঙচুর করা সাইফুলের বাড়িতে বানানো হয়েছে সন্ত্রাসী পাহারা চৌকি।
নোড়ারচকের আব্দুল করিম, বাবলুর রহমানসহ কয়েকজন জানান, বদরতলা বাজারে যাওয়ার জন্য তারা যে ইটের সোলিং রাস্তা ব্যবহার করতেন এখন তা সন্ত্রাসীদের দখলে। বাতাসে ভূমিহীনদের বাড়ি পোড়ানোর গন্ধ। খশিাখালি ভূমিহীনদের ঘেরের মাছ ধরার পাশপাশি পার্শ্ববর্তী এলাকার মাছের ঘের থেকে ধরা হচ্ছে মাছ। অনেক বাড়িতে জনমানব শুন্য হওয়ায় ওইসব বাড়ি সন্ত্রাসীদের নিরাপদ লুটপাটের জায়গা হিসেবে পরিণত হয়েছে। মাঝে মাঝে বোমার আওয়াজ শোনা যাচ্ছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় তারা কোথাও অভিযোগ দিতে পারছেন না।