দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠক অনুষ্ঠিত
মাহফিজুল ইসলাম আককাজ :
জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯ তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠকে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মো. আফতাব উদ্দিন সরকার, ময়মনসিং- ১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, ফেনী-৩ আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী এবং মহিলা আসন২৯ এর কাজী কানিজ সুলতানা প্রমুখ।
বৈঠকে আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী নিশ্চিতকরণ, গত সভার সিদ্ধার্ন্ত সমূহের অগ্রগতির বাস্তবায়ন পর্যালোচনা, উপকূলীয় অঞ্চলে বহু মুখি সাইক্লোন সেল্টার নির্মাণ (সংশোধিত) প্রকল্প সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্দ গ্রহণ, সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাং য়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।