কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন
কামরুল হাসান,কলারোয়া:
কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২২’ র উদ্বোধন করা হয়েছে। সারাদেশের ন্যায় মঙ্গলবার সকাল ১১টায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডিফেন্স সপ্তাহ পালন করা হয়।
পৌর সদরের ফায়ার সার্ভিস স্টেশনে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস আনুষ্ঠানিকভাবে কবুতর উড্ডয়নের মধ্য দিয়ে সিভিল ডিফেন্স সপ্তাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুলী বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিস কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিবছর সরকারের এই মহৎ উদ্যোগকে প্রশংসা করে কলারোয়া উপজেলাব্যাপি অগ্নিনিরাপত্তা জোরদারে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির সাথে সাথে যে কোন দুর্যোগ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা। ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার(ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্টেশনের ফায়ার ফাইটার ইমরান হোসেন, জুবায়ের হোসেন, সাখাওয়াত ও হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ঠ স্টেশনের কর্মকর্তা ও অন্যান্যরা।
Please follow and like us: