আনুলিয়ায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার দাবী
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে মাত্র ১ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে মানুষ চরম দুর্গতিতে পড়েছে। সড়কটি সংস্কারের জন্য সংসদ সদস্য বরাবর আবেদন করা হয়েছে।
এলাকাবাসীর পক্ষে আনুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আমিরুল ইসলাম ও মেহেদী হাসান ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছের সুপারিশ নিয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বরাবর আবেদনে জানাগেছে, ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ভোলানাথপুর ওয়াপদা বাঁধ হতে পশ্চিম দিকে বিধিখালী কালভার্ট পর্যন্ত প্রায় ১ কিঃমিঃ রাস্তা রয়েছে। মাটির কাচা রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিদিন শত শত মানুষ, স্কুল মাদ্রাসার ছেলেমেয়ে যাতয়াত করে থাকে। সাথে সাথে বাদগা, গলদা ও সাদা মাছ পরিবহন, দূরদূরান্তে সুপেয় পানি আনতে মহিলাদের যাতয়াত করে থাকে। রোগি, গর্ভবতী মহিলাদের হাসপাতালে ও ডাক্তারের কাছে নিতে এই পথই ব্যবহার করতে হয়। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে চলাচল করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। তাছাড়া রাস্তার দু’পাশে মৎস্য ঘেরের নয়ন জলি না থাকায় ঘেরের পানিতে, বৃষ্টি বাদলের পানি ও ¯øুইচ গেটের লোনা পানির প্রভাবে রাস্তা ভাংতে ভাংতে সংকীর্ণ হয়ে যাচ্ছে। ফলে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই।
রাস্তাটি দ্রæত সংস্কার করে এলাকার মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবী জানান হয়েছে।