সাতক্ষীরার কলারোয়ায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে পুলিশ আবু তালেব গাজী নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
আবু তালেব গাজী (৬৫) ওই গ্রামের মৃত বাবর আলী গাজীর পুত্র। তার স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রয়েছে। স্থানীয় গয়ড়া গ্রামের ইউপি সদস্য শাহানুর রহমান জানান, রবিবার দিনগত রাতে এশার নামাজ পড়তে চন্দনপুর কলেজ মসজিদে যান তিনি।
নামাজ শেষে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় স্বজনেরা আশ-পাশে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে গভীর রাতে পার্শ্ববর্তী আমবাগানের একটি গাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে দেখতে পান।
পরবর্তীতে পুলিশকে খবর দিলে সোমবার সকালে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেন।
মৃতের পুত্র গাজী মাসুদ আক্তার জানান, তার পিতার মানসিক অসুস্থ ছিলেন। এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কলারোয়া থানার এস.আই রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।