যৌথভাবে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক:

২০২৪-২০২৭ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য স্বাগতিক দেশের নাম ঘোষণা করেছে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)।

এই দুই যুব বিশ্বকাপের আসর বসবে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, নামিবিয়া, বাংলাদেশ ও নেপালে। এই আসরগুলোর আয়োজক নির্ধারিত হয়েছে প্রতিযোগিতামূলক বিডিং পদ্ধতিতে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি।

২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। এরপর জিম্বাবুয়ে ও নামিবিয়া আয়োজন করবে ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

এর আগে আইসিসি উইমেন্স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৫ আসর আয়োজন করবে মালয়েশিয়া ও থাইল্যান্ড। সবশেষ ২০২৭ সালের নারী যুব বিশ্বকাপ আসর আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল।

এই আসরগুলোর আয়োজক নির্ধারিত হয়েছে আইসিসি বোর্ড অনুমোদনে। ১৪ দলের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ এ ১০ দল সরাসরি কোয়ালিফাই করবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে স্বাগতিক হিসাবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)