দেবহাটা যুবলীগ থেকে সন্ত্রাসী ও ভূমিদস্যু ইসমাইলের পদ স্থগিত
স্টাফ রিপোর্টার:
দেবহাটার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, ভূমিহীন জনপদ নোড়ারচক-চারকুনির মূর্তিমান আতঙ্ক, ভূমিদস্যু, চাঁদাবাজ ও সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার ইসমাইল হোসেনের উপজেলা আওয়ামী যুবলীগের ত্রান সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে।
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাই, চাঁদার দাবিতে মারপিট, অবৈধ অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার আসামী ইসমাইল নোড়ারচকের আকরাম গাজীর ছেলে।
দীর্ঘদিনের অব্যহত সন্ত্রাসী কর্মকান্ড ও দস্যুতা’র পর সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানের মুখে গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছে সে।
সোমবার দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষের যৌথ স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসমাইলের পদ স্থগিত করা হয়।
একই সাথে যুবলীগ থেকে কেন তাকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হবেনা তার জন্য পরবর্তী সাত দিনের মধ্যে লিখিতভাবে কারন দর্শাতেও বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, ভূমিহীন জনপদের নীরিহ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে সীমাহীন চাঁদাবাজি, দস্যুতা, মৎস্য ঘের লুট, ডাকাতিসহ নানা অপকর্ম চালিয়ে কয়েক বছরের ব্যবধানে কাঠমিস্ত্রি থেকে কোটিপতি বনে গিয়েছিল ইসমাইল।
অস্ত্রধারী একটি সক্রিয় সন্ত্রাসী বাহিনী রয়েছে তার। গেল বছরের ১০ সেপ্টেম্বর ভোররাতে সন্ত্রাসী ইসমাইলের নের্তৃত্বে মুহুর্মুহু গুলি ও বোমা বর্ষনের মধ্যদিয়ে দেবহাটার খলিশাখালি নামক প্রায় তের’শ বিঘা রেকর্ডিয় জমির মৎস্য ঘের জবরদখল ও লুট করে নেয় সন্ত্রাসী, ভূমিদস্যু ও ডাকাত দলের সদস্যরা।
এরপর থেকে ওই খলিশাখালি জনপদকে দেশের বিভিন্ন অঞ্চলের দাগী অপরাধীদের আঁখড়া হিসেবে গড়ে তুলেছিল ইসমাইল। সম্প্রতি প্রশাসনের একের পর এক সফল অভিযানে ইসমাইল বাহিনীর সন্ত্রাসীরা দফায় দফায় অস্ত্রসহ গ্রেফতার হয়।
অব্যহত গ্রেফতার অভিযান থেকে বাঁচতে আত্মগোপন করে ইসমাইল। এরআগে একাধিকবার যুবলীগের পক্ষ থেকে লিখিতভাবে ইসমাইলকে অপকর্ম ছেড়ে দেয়ার জন্য সতর্ক করা হলেও, তা আমলে নেয়নি ইসমাইল। শেষমেষ সংগঠনের সিদ্ধান্তে ইসমাইলের ত্রান সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষ।