দুবলার চরে সর্প দংশনে আশাশুনির যুবকের মৃত্যু
আশাশুনি (সাতক্ষীরা) :
বঙ্গোপসাগরে আলোর কোল দুবলার চরে বিষধর সর্প দংশনে আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে এক মৎস্যজীবি যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা দংশনকারি সাপটি মেরে ফেলেছে। তাদের ধারণা সাপটি জেলেদের কাছে কোরাল সাপ নামে পরিচিত।
প্রতাপনগরের মাদারবাড়িয়া গ্রামের মৃত মনোহর গাজীর ছেলে মনিরুল ইসলাম (২২) সবেমাত্র সামুদ্রিক মাছ ধরতে গিয়েছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মনিরুলের মৃতদেহ সোমবার (১৪ নভেম্বর) বাড়িতে এসে পৌঁছালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Please follow and like us: