কালিগঞ্জে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :
পুলিশ এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মানিকতলা গ্রামের আব্দুল খালেকের বাড়ির পাশের বাঁশবাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃতের নাম ললিতা রানী ঘরামী(৫২)। তিনি শ্যামনগর উপজেলার পোড়াকাটলা গ্রামের প্রভাষ ঘরামীর স্ত্রী। বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার ও নলতা ইউনিয়নের মানিকতলা গ্রামের আব্দুল খালেকের বাড়ির ভাড়াটিয়া শ্যামনগর উপজেলার পোড়াকাটলা গ্রামের দিলুজ ঘরামী জানান, তার স্ত্রী কাশীবাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতার সুবাদে আড়াই বছর যাবৎ এ বাড়িতে ভাড়া থাকেন।
তার মা ললিতা রানী ঘরামী বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাকে ভারতে চিকিৎসার জন্য নিয়ে যেতে তিনি রবিবার অনলাইনে পাসপোর্টের আবেদন করেন। সোমবার দুপুরে পাসপোর্টের জন্য তিনি ব্যাংকে টাকা জমা দিতে যান। এ সময় তার স্ত্রী জ্যোস্না রানী ঘরামী স্কুলে ছিল। এ সূযোগ বুঝে তার মা পার্শ্ববর্তী বাঁশবাগানে দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক মনির হোসেন জানান, সোমবার সন্ধ্যায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় এনেছেন। মঙ্গলবার ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।# সাতক্ষীরা প্রতিনিধি।