ভোমরা স্থলবন্দরে কথিত আমদানি-রপ্তানীকারক সমিতির নামে অবৈধভাবে টাকা উত্তোলন বন্ধের দাবিতে স্মারক লিপি প্রদান
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কথিত আমদানি-রপ্তানীকারক সমিতির নামে অবৈধভাবে টাকা উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন। এদাবিতে রোববার তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, একটি কুচক্রী মহল ভোমরা স্থল বন্দর এলাকায় কথিত আমদানি-রপ্তানীকারক সমিতির নাম দিয়ে ট্রাকপ্রতি ৩শ’ টাকা আদায় করছে। অবিলম্বে চাঁদা আদায় বন্ধ না হলে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য ভোমরা আমদানি-রপ্তানীকারক সমিতির সাধারণ সম্পাদক আবু হাসানের কাছে ফোন দেওয়া হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
Please follow and like us: