আফগানিস্তান: অভাবে শিশুকে বিক্রির চেষ্টা মায়ের
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে চরম দারিদ্রতার কবলে পড়ে নিজের দুই বছরের শিশুকে বিক্রির চেষ্টা করেছেন এক মা। শনিবার টলো নিউজের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, আফগানিস্তানের বালখ প্রদেশে দুই বছরের একটি শিশুকে বিক্রির চেষ্টা করছিল একটি পরিবার। তখন স্থানীয়দের সহায়তায় শিশুটি বিক্রি থেকে রেহাই পায়। এরইমধ্যে অন্যান্যদের সহায়তায় তাদের আর্থিক অবস্থান কিছুটা ভালো হয়েছে।
বালখ প্রদেশের ডেপুটি গভর্নর নুরুল হাদি ইদ্রিস বলেন, আমরা কয়েকদিন আগে রেডক্রসের সঙ্গে সভা করেছি। আমরা প্রতিষ্ঠানটির সদস্য তৈরি করব যাতে কীভাবে সহায়তা বাড়ানো যায়।
টলো নিউজের প্রতিবেদনে অনুযায়ী, ঐ শিশুর মা চরম দারিদ্রতার জন্য সন্তানকে বিক্রির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন।
নাসরিন নামের ঐ মা বলেন, আমরা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আমাদের খাবার বা জ্বালানি ব্যবহারের কিছুই নেই। শীতের জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। শীতের পোশাক কিনতে সন্তানকে বিক্রি করতে চেয়েছিলাম।
ঐ শিশুর মায়ের মতো প্রদেশের অন্যান্য বাসিন্দারা মারাত্মক অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন।
নাসরিন বলেন, এক বছরের বেশি সময় ধরে স্থানীয় সরকার বা কোনো মানবাধিকার সংগঠন আমাকে সাহায্য-সহযোগিতা করেনি।
তিনি আরো বলেন, আমি নিজে দুই থেকে তিনবার কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম। সাহায্য তালিকায় আমার নাম যুক্ত করার আবেদন করি। তার উত্তর দিয়েছিল, আমার নাম লেখা হয়েছে। কিন্তু আমি এখনো কোনো সহায়তা পাইনি।
আফগানিস্তানে অর্থনৈতিক সংকট এবং বেকারত্ব বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে দ্য ওয়াল্ড ফুড প্রোগ্রাম। আফগানিস্তানে তীব্র খাদ্য সংকট বাড়ায় সেটি মোকাবিলা করতে ৩৮ শতাংশ আফগানকে সহায়তা করেছে জাতিসংঘের দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগানাইজেশন।