বংশীপুর-ভেটখালী মেইন সড়কের মানিকখালী ব্রিজ সংলগ্ন  মাটি ও নিন্ম মানের খোয়া ব্যবহারের অভিযোগ

আশিকুজ্জামান লিমন, শ্যামনগর:
শ্যামনগরে বংশীপুর-ভেটখালী সড়ক ও জনপদের মেইন সড়কের মানিকখালী ব্রিজের রাস্তার কাজে মাটি ও নিন্ম মানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে  ৷
স্বরজমিনে জানাগেছে যে,  শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের ভেটখালী এ,করিম মাধ্যমিক বিদ্যালয়ের পাশে মানিকখালী ব্রিজের দুই পাশে রাস্তার কাজে ব্যবহার হচ্ছে মাটি ও নিন্মমানের খোয়া।  সড়ক ও জনপথ অধিদপ্তর  ব্রিজটি নতুন তৈরি করে তৈরির জন্য মোজাহার এন্টার এন্টারপ্রাইজ  ঠিকাদার প্রতিষ্ঠানকে টেন্ডার দেওয়া হয় ৷ প্রতিষ্ঠানটি বিভিন্ন অনিয়মের মধ্যে কাজটি সম্পন্ন করলে এলাকার মানুষের নজরে আসে মাটি ও নিন্ম মানের খোয়া দেওয়া ৷
ব্রিজের দুই পাশে প্রায় আধা কিলোমিটার রাস্তা খনন করে নতুন ভাবে কাজ করতে মাটি এবং পুরাতন রাস্তা থেকে নেওয়া নিন্মমানের খোয়া দিতে থাকে ৷
পরে স্থানীয়রা সাতক্ষীরা সড়ক ও জনপদের প্রকৌশলী মীর নিজামউদ্দীন  অবগত করলে তিনি স্বরজমিনে এসে পুরাতন খোয়া এবং মাটি তুলে নতুন করে দিতে বলেন ৷
স্থানীয় মেজবাউল হক রানা জানান , রাস্তা খননের পরে পুরাতন রাস্তার মাটি ও খোয়া  আবার নতুন রাস্তায় দিতে দেখে আমরা সাতক্ষীরা সড়ক ও জনপদের প্রকৌশলীকে অবগত করলে তিনি এসে কাজ দেখে নেন ৷
সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দীন বলেন , বিষয়টি জানতে পেরে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অনিয়ম করার কোন সুযোগ নেই। বিষয়টি সরজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)