সাতক্ষীরায় পূর্বশত্রুতার জেরে মৎস্যঘেরে বিষ প্রয়োগ, ৫ লক্ষাধিক টাকার মাছ চুরি ৭০ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে প্রতিপক্ষরা
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরধরে এক মৎস্য ঘেরে বিষ দিয়ে ৫ লক্ষাধিক টাকার মাছ চুরি ও ৭০ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে প্রতিপক্ষরা।
গত সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাতে সাতক্ষীরা সদরের খড়িয়াডাঙ্গা গ্রামের অন্ন মাস্টারের বাড়ির পূর্ব পাশে মোঃ সালাউদ্দিন তোতার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি ও মাছ মারার এঘটনা ঘটেছে।
এঘটনায় ঘের মালিক মৎস্য চাষি মোঃ সালাউদ্দিন তোতা বাদীহয়ে সাতক্ষীরা সদর থানায় তিন জনের নাম উল্লেখ করে আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে।
মামলার আসামিরা হলেন সদর উপজেলার মাটিয়া ডাঙ্গর মৃত কেরামত গাজীর ছেলে একাধিক মামলার আসামি মোঃ আবুল কাশেম (৫৫) তার দুই ছেলে আশরাফুল গাজী (২৫) ও নূর আলম (২২)।
ঘের মালিক মৎস্য চাষি মোঃ সালাউদ্দিন তোতা বলেন, খড়িয়াডাঙ্গা গ্রামে ৪২ বিঘা মৎস্য ঘের হারি নিয়ে দীর্ঘদিন মাছ চাষ করে আসছি। আবুল কাশেম ও তার ছেলেদের সাথে আমার বহুদিন যাবত বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিলো। পূর্ব শত্রুতার জেরধরে গত সোমবার দিবাগত রাতে তারা আমার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে রুই, সিলভার কার্প, মৃর্গেল, গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির ৫ লক্ষাধিক টাকার মাছ চুরি করে নিয়ে গেছে। পরে ঘেরের অন্যান্য মাছ মরে ভেসে উঠেছে। সব মিলিয়ে ৭০ থেকে ৮০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে তারা।
এর আগে আবুল কাশেম ও তার ছেলেরা আমার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরির পায়তারা করছিলো। তারা মাটিয়াডাঙ্গার একাধিক ব্যক্তিকে নিয়ে আমার ঘেরের মাছ চুরির পরিকল্পনা করছে এমন একটি ভিডিও ক্লিপ ও ভয়েস রেকর্ড আমার হাতে আসে। ভিডিও ক্লিপ ও ভয়েস রেকর্ডে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরির বিষয়ে তাদের স্পষ্ট বক্তব্য রয়েছে। ওই ভিডিও ক্লিপ ও ভয়েস রেকর্ড মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে দিয়েছি।
সাতক্ষীরা সদর থানার তদন্ত ওসি মোঃ মিজানুর রহমান জানান, খড়িয়াডাঙ্গায় ৪২ বিঘার একটি মৎস্য ঘেরে মাছ চুরি ও মাছ মেরে ফেলার অভিযোগ পেয়ে তদন্ত করে তার সত্যতা পাওয়া গেছে। তবে বিষ বা কিধরনের পয়েজন দিয়ে মাছ মারা হয়েছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। ল্যাব টেস্টের পরে সেটা নিশ্চিত হওয়া যাবে। ওই ঘেরের মরা মাছ, পানি ও মাটি আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে পরিক্ষার জন্য। এব্যাপারে মামলা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।