বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও
বিজ্ঞান ডেস্ক:
মঙ্গলবার বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে গোটা বিশ্ব। দীর্ঘক্ষণ দেখা যাবে এ গ্রহণ। পৃথিবীর সব প্রান্তে নয়, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দেখা যাবে এ চন্দ্রগ্রহণ।
ভারতেরও বিভিন্ন প্রান্তে চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানা গেছে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এ দৃশ্য দেখা যাবে।
নাসা জানিয়েছে, পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে বিকেল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।
চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় চলে আসে, তখনই চন্দ্রগ্রহণ হয়। এ সময় পৃথিবীর ছায়ার গভীর অংশে প্রবেশ করে চাঁদ। নাসার পক্ষে জানানো হয়েছে, মঙ্গলবার পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করবে চাঁদ। এ সময় চাঁদের রং লাল দেখাবে। তিন বছর পর ২০২৫ সালের ১৪ মার্চ আবার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয় বলেছে, দুপুর ২টা ৩৯ মিনিটে গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৩টা ৪৬ মিনিট থেকে। এ গ্রহণ শেষ হওয়ার পরও বেশ কিছুক্ষণ ধরে আংশিক গ্রহণ দেখা যাবে। ভারতের বিভিন্ন শহরে চন্দ্রগ্রহণ দেখা যাবে, যার মধ্যে রয়েছে কলকাতাও। কলকাতায় বিকেল ৪টা ৫২ মিনিটে গ্রহণ শুরু হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৪টা ৫৫ মিনিট নাগাদ। সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে।
এছাড়া দিল্লিতে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ২৮ মিনিটে। সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৩১ মিনিটে। গ্রহণ চলবে ৭টা ২৬ মিনিট পর্যন্ত। দিল্লির মতো মুম্বাইতেও আংশিক গ্রহণ দেখার সুযোগ মিলবে। এ বাণিজ্য নগরীতে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে গ্রহণ দেখা যাবে। আংশিক গ্রহণ দেখা যাবে বেঙ্গালুরুতেও। সেখানে ৫টা ৪৯ মিনিটে গ্রহণ শুরু হবে। সবচেয়ে ভালো দেখা যাবে ৫টা ৫৭ মিনিটে। নাগপুরে আংশিক গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩২ মিনিটে। গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে বিকেল ৫টা ৩৫ মিনিটে।
কলকাতার পাশাপাশি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে শিলিগুড়ি, কোহিমা, আগরতলা, গুয়াহাটি, ভুবনেশ্বর ও পাটনাতেও। শিলিগুড়িতে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে বিকেল ৪টা ৪৯ মিনিট নাগাদ। কোহিমায় গ্রহণ শুরু হবে বিকেল ৪টা ২৩ মিনিটে। বিকেল ৪টা ২৯ মিনিট নাগাদ সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে। গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে। আগরতলায় গ্রহণ শুরু বিকেল ৪টা ৩৮ মিনিটে। বিকেল ৪টা ৪৩ মিনিটে সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে।
বিকেল ৪টা ৩৬ মিনিটে গুয়াহাটিতে সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে। ভুবনেশ্বরে সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৯ মিনিটে। পাটনায় বিকেল ৫টা ৬ মিনিটে সবচেয়ে ভালো পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। নয়ডা, গুরুগ্রাম, চণ্ডিগড়, হায়দরাবাদ, চেন্নাই ও শ্রীনগরে দেখা যাবে আংশিক গ্রহণ।