নিবন্ধন না থাকায় চুকনগরের সেবা ক্লিনিক সিলগালা : মালিককে দু’মাসের কারাদন্ড
খুলনা ব্যুরো :
ডুমুরিয়ার চুকনগরে নিবন্ধন বিহীন একটি ক্লিনিকে সিলগালা এবং ক্লিনিকের মালিকের ২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। আদালত সূত্র জানায়ায়,
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চুকনগর সাতক্ষীরা রোডে সেবা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় ক্লিনিক কর্তৃপক্ষ নিবন্ধনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করার সময় ক্লিনিকে কোন ডাক্তার বা নার্স কেউ ছিলেন না। অভিযান চলাকালে অপারেশন থিয়েটার এবং ষ্টোররুম থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ইনজেকশন উদ্ধার করা হয়। ক্লিকের বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কারণে বন্ধ করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকের মালিক আফজাল হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। তবে আফজাল হোসেন উপস্থিত না থাকায় ছোটভাই ল্যাব টেকনিশিয়ান নাজমুল হোসেনকে আটক করে পুলিশ। অভিযান পরিচালনাকালে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রুস্তম ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Please follow and like us: