কিশোরীকে ধর্ষনের মামলায় ধর্ষক আমজাদকে খুলনার কয়রা থেকে গ্রেপ্তার করেছে র্যাব
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার দেবনগরে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষনের মামলায় ধর্ষক আমজাদ হোসেনকে খুলনার কয়রা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার রাতে খুলনা জেলার কয়রা থানার মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এর আগে গত ২০ অক্টোবর ধর্ষক আমজাদ হোসেন নির্যাতিতা ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এরপর এ ঘটনায় নির্যাতিতা ওই কিশোরীর বাবা বাদী হয়ে গত ২৪ অক্টোবর ধর্ষক আমজাদ হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত ধর্ষক আমজাদ হোসেন (৬০) সদর উপজেলার উত্তর দেবনগর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র। মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, নির্যাতিতা ওই কিশোরীর বাবা ও মা অভিযুক্ত আসামী আমজাদ হোসেনের ধানের চাতালে কাজ করতেন। প্রতিদিন ভোরে তারা সেখানে কাজ করতে যাওয়ায় বাড়ীতে কেউ না থাকার সুযোগে ধর্ষক আমজাদ হোসেন তাকে নানাভাবে প্রলুব্ধ করে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করেন।
সর্বশেষ গত ২০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তার বাবা-মা বাড়ীতে না থাকার সুযোগে লম্পট আমজাদ হোসেন আবারো ওই কিশোরীকে ধর্ষন করে পালিয়ে যান। পরে ওই কিশোরী বিষয়টি বাড়ির সকলকে জানায়। বিষয়টি নিয়ে ওই কিশোরীর বাবা-মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর এক পর্যায়ে গত ২৪ অক্টোবর প্রতিবেশী শাহিদা খাতুন ও নার্গিস খাতুনকে সাক্ষী করে ধর্ষক আমজাদ হোসেনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৬৬।
র্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মেজর গালিব হোসাইন জানান, গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।