সাকিবকে আউট দেওয়া আম্পায়ারই দিয়েছিলেন পাঁচ বলে ওভার!
স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের এমন বিদায়ে অনেকটা দায় গিয়ে পরেছে আম্পায়ারের ঘাড়ে। কেননা, থার্ড আম্পায়ারের ভুলে সাকিবের ঐ আউটের পরই দলের ব্যাটিংয়ে ছন্দপতন ঘটে। যার ফলে খাদের কিনারা থেকে আর উঠে দাঁড়াতে পারেনি টাইগাররা।
এই তো গেল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচের ঘটনা। এর আগেও অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচে ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। মজার ব্যাপার হলো, এই দুই ম্যাচেই ভুল সিদ্ধান্ত দেওয়া আম্পায়ার একজনই। তিনি জিম্বাবুয়াইন আম্পায়ার ল্যাংটন রুসেরে।
এর আগে শনিবার অস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচে এক আম্পায়ার পাঁচ বলে দিয়ে বসেন রুসেরে। এ নিয়ে ভীষণ সমালোচনা হলেও আবার ভুল করে বসলেন তিনি। সেটাও সেমিফাইনালের ভাগ্য নির্ধারণী ম্যাচে। দুটি ভুল সিদ্ধান্তের দরুণ এখন তার আম্পায়ারিং নিয়ে চারদিকে অজস্র প্রশ্ন!
শনিবারের ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের চতুর্থ ওভারে ভুল আম্পায়ারিং করেন রুসেরে। সেই ম্যাচে তিনি ছিলেন অনফিল্ড আম্পায়ার। ব্যাট করছিলেন দুই অজি ব্যাটার মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার।
দু’জনেই প্রথম দু’টি বলে একটি করে সিঙ্গলস নেন। এর পরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারেন মার্শ। পরের বলে তিন রান নেন তিনি। পঞ্চম বলে কোনও রান নেননি। এরপরই আম্পায়ার রুসেরে ওভারের সমাপ্তি ঘোষণা করেন। এক বল বাকি থাকতে রুসেরের এমন সিদ্ধান্ত হতবাক করে দেয় সবাইকে।
রোববার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে এই রুসেরেই ছিলেন তৃতীয় আম্পায়ার। বাংলাদেশ ইনিংসের ১১তম ওভারে পাকিস্তানি স্পিনার শাদাব খানের বলে সাকিব আল হাসানের এলবিডব্লিউয়ের আবেদন হলে আঙুল তুলে দেন ফিল্ড আম্পায়ার। সাকিব রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ারের কাছে।
রিভিউতে আল্ট্রা এইজে দেখা যায়, বল সাকিবের বুটে লাগার আগেই স্পাইক ছিল। তবে টেলিভিশন আম্পায়ার ল্যাংটন রুসেরে বলেন, সে স্পাইক ব্যাট মাটিতে লাগার কারণে। যদিও রিপ্লেতে অনেকটা পরিষ্কারই দেখা গেছে, ব্যাট মাটিতে নয়, লেগেছিল বলের সঙ্গেই। এছাড়া ইমপ্যাক্টও ছিল ৩ মিটারের বাইরে।
তবুও আম্পায়ার আউট দিলে সবাই অবাক হয়ে যায়। সিদ্ধান্তটি মানতে পারছিলেন না সাকিবও। তবুও অনেকটা জোর করে টাইগার কাপ্তানকে ডাগআউটে পাঠান আম্পায়াররা। এমন সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। সাধারণ দর্শক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও এমন সিদ্ধান্তে আম্পায়ারিংকে ধুয়ে দিয়েছেন।
বিষয়টি নিয়ে টুইটারে নিজের মতামত জানিয়েছেন ভারতীয় ধারাভাষ্যকর আকাশ চোপড়া। সাকিব আউট হয়ে সাজঘরে ফেরার পর নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘সাকিবের ব্যাট মোটেও মাটিতে লাগেনি। ব্যাটের ছায়ার দিকে নজর দিন। স্পাইক ছিল, এটা বলে ব্যাট লাগা ছাড়া আর কিছুই নয়। বাজে আম্পায়ারিংয়ের বলি হয়েছে বাংলাদেশ।’