দেবহাটায় জাসদের সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবস পালন
স্টাফ রিপোর্টার:
৭ নভেম্বর ‘সিপাহী-জনতার গণঅভ্যুত্থান দিবস’ পালন করেছে দেবহাটা উপজেলা জাসদ। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ অভিমূখে দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, যুগ্ম সম্পাদক সাঈদ মাহবুবর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, হাফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্টের অভ্যুত্থান ও জাতির জনকের হত্যা এবং ৩ নভেম্বর খালেদ মোশারফের ক্ষমতা দখল এ দু’টিই ছিল সামরিক অভ্যুত্থান। এগুলোর বিরুদ্ধে ৭ নভেম্বর কর্নেল তাহের ১২ দফার দাবিতে সিপাহী-জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেন।
Please follow and like us: