খুলনার দাকোপ পানখালী ৪ গ্রামের চলাচলের ওয়াপদা রাস্তা মাঙ্গা নদী গর্ভে বিলীন : গ্রাম বাসীর ভোগান্তী চরমে
আব্দুর রশিদ, খুলনা :
খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পানখালী গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি আজ মাঙ্গা নদী গর্ভে বিলীন হতে চলেছে। স্থানীয় জন প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ না নিলে ৪ গ্রামের ৫ হাজার উদ্ধে লোকের ভোগান্তির শেষ নেই। জরুরীভাবে নদী বাধ দিয়ে ভাঙ্গন প্রতিরোধ করতে স্হানীয় লোকের দাবী জানিয়েছেন। ।বর্তমান এ গ্রামের জন সংখ্যা প্রায় ২ হাজারের অধিক । গ্রামের অধিকাংশ জনগণ খেঁটে খাওয়া সাধারণ গরীব অসহায় দরিদ্র মানুষ। কেহ দিন মজুরি, কেহ ভ্যানচালক, কেহ জেলে, কেহ আবার ভাড়ায় মটর সাইকেল চালিয়ে তাদের জিবীকা নির্বাহ করে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বাস্তব দৃশ্য খুবই করুণ , চলাচলের জন্য রাস্তা নদীতে বিলীন হতে চলেছে। পানখালী গ্রামের পাশ ঘেঁষেই বয়ে চলেছে এই মাঙ্গা নদী। নদীর এপার ওপার খুব কাছেই ছোট দেখতে মনে হলেও, নদীর গভীরতা ও খরস্রোতা অনেক বেশী । এ নদীতে যখন জোয়ার ভাটায় হয়। তখন নদীর স্রোত চোখে পড়ার মত হয়। এই মাঙ্গা নদী গর্ভে পূর্বে থেকেই চলে গেছে হাজারও একর জমি, ঘর বাড়ি, রাস্তা ঘাট। এলাকা বাসি সুত্রে জানা যায়, সম্প্রতি পানখালী গ্রামের এ রাস্তাটি গত ১৭ জুলাই থেকে বিশাল ভাঙ্গনে রূপ নিয়ে নদী গর্ভে চলে যায়। ঝুকিপূর্ণ এই অবস্থা দেখতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্হানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডসহ কোন সরকারী ভাবে ব্যবস্থা নেওয়া হয়নি।
দ্রুত ব্যাবস্হা না নিলে যে কোন সময় ওয়াপদা রাস্তা ভেঙে ভিতরে জোয়ারের পানি প্রবেশ করে তলিয়ে যেতে পারে। ফলে নষ্ট হতে পারেমল আমান ধান ও ফসলি জমির ফসলসহ মাছের ঘের এমনি ক্ষয়ক্ষতির আশংকায় করছে পানখালী ইউনিয়ন বাসি। গ্রামবাসী জানায় ১নং পানখালী ইউনিয়নের ৪টি গ্রামের লোকের একমাত্র চলাচলের রাস্তা হুমকীর মুখে পানখালী, হোগলাবুনিয়া, মৌখালী, কাটাবুনিয়া, গ্রামের হাজারও মানুষের জোরালো দাবী দাকোপ উপজেলার পানখালী গ্রাম বাসি পানি উন্নয়ন বোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়, মাননীয় এমপি মহাদয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি আকর্ষণ করেছেন। এবং ভাঙ্গন রোধে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
Please follow and like us: