সাতক্ষীরায় ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন
শহর প্রতিনিধি:
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজা রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.আতিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা, উপজেলা সমবায় অফিসার মো.করিমুল হক। এসময় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, সুন্দরবন মহিলা সমবায় সমিতির সভানেত্রী মমতাজ বেগম, দক্ষিণ বাংলা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাহী পরিচালক প্রশান্ত কুমার ঘরামী, প্রগতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাস, শফি আহমেদ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমবায় দপ্তরের পরিদর্শক রামপ্রসাদ ঢালী ও লিলি জেসমিন। উল্লে¬খ দুস্ত সুবিধাভোগী সদস্যদের মাঝে উন্নত জাতের গাভী পালন প্রকল্পের আওতায় ৪ জনকে ১ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা স্বল্পমূল্যে ঋণ প্রদান করা হয়।
এছাড়া সমবায় অঙ্গনে বিশেষ অবদানের জন্য ৭ জন সমবায়ীকে শুভেচ্ছা স্মারক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে সমবায় বিভাগ কাজ করছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সমবায় বিভাগে বিভিন্ন সমবায়ীদের মধ্যে স্বল্প মূল্যে ঋণ দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।