ডুমুরিয়া চুকনগর এইচএসসি’র দুই কেন্দ্রে ৮’শ পরীক্ষর্থী
আব্দুর রশিদ, খুলনা :
ডুমুরিয়ায় চুকনগরে এইচএসসি পরীক্ষায় ২ কেন্দ্রে ৮ শ ছাত্র / ছাত্রী পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এবার ২২৬ নং কেন্দ্র চুকনগর ডিগ্রী কলেজ পরীক্ষার্থীর সংখ্যা ৪৬১ জন। আজকের বাংলা ১ম পত্রে (১০১) কোর্ডে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৫৫৫ জন ছাত্র/ ছাত্রী।
পরীক্ষায় উপস্হিত ছাত্র ৩০০জন এবং ছাত্রী উপস্হিত ১৫৫ জন। পরীক্ষায় ছাত্র অনুউপস্হিত ৪ জন এবং ছাত্রী অনুউপস্হিত ০২ জন। চুকনগর কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন, হল সুপার সহকরী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ মোঃ হাফিজ মাহমুদ বলেন এবার করোনা করণে সরকারী ভাবে পরীক্ষার সময় সুচি ৩ ঘন্টার পরিবর্তে ২ ঘন্টা হয়েছে। বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত ২ ঘন্টায় পরীক্ষা শেষ হবে।
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিকদার জার্জিস হোসেন বলেন পরীক্ষার হলের পরিবেশ ভালো। ভালোভাবে ছাত্র/ ছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন। এখনো কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
অপর কেন্দ্র আঠারমাইল সৈয়দ ঈসা বিএম কলেজ ৩৫০৩৭ কেন্দ্রে এইচ,এস সি (ব্যাবসায় ব্যাবস্হাপনা) শিক্রাক্রমে পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২য় বর্ষ ১৬৭ জন। এবং ১ম বর্ষ পরীক্ষার্থীর সংখ্যা ১৭২ জন ছাত্র/ ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। পরীক্ষায় ১৫৯ জন ছাত্র/ ছাত্রী উপস্হিত হয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষায় ৮ জন ছাত্র/ ছাত্রী অনুউপস্হিত ছিল।
পরীক্ষা কেন্দ্র সচিব জিএম আব্দুস সাত্তার ও হল সুপার সহকারী অধ্যাপক জিএম ফারুক হোসেন বলেন পরীক্ষার হলে কোন প্রকার অসুদায়ের সুযোগ নেই। সুন্দর ও শান্তিরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত সহঃ উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন পরীক্ষা কেন্দ্রে কোন প্রকার নকলের সুযোগ নেই। সুন্দর ও ভালো পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
Please follow and like us: