তৈরি পোশাক রফতানি আয় বেড়েছে অক্টোবরে

নিউজ ডেস্ক:

অক্টোবরে পোশাক খাতে বাংলাদেশের রফতানি আয় ৩.৬৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ের চেয়ে বেশি। সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

পরিসংখ্যান বলছে, অক্টোবর মাসে বাংলাদেশের তৈরি পোশাক খাতে আয় ৩.২৭% বেড়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, করোনা মহামারির পর পোশাক রফতানির ১৩ মাসের পুনরুদ্ধার ও আশাব্যঞ্জক প্রবৃদ্ধির পর চলতি ২০২২-২৩ অর্থবছরের অক্টোবরে দেশের সামগ্রিক রফতানি আয় ৪.৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২৩ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে বাংলাদেশের পোশাক রফতানি ১০.৫৫% বেড়ে এক হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার হয়েছে। গত বছরের একই সময়ে তৈরি পোশাক রফতানি খাত থেকে আয় হয়েছিল এক হাজার ২৬২ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, এই উৎসাহজনক উন্নতিকে স্বাগত জানাই।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)