খুলনায় ২৯টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু কেএমপির নিষেধাজ্ঞা
আব্দুর রশিদ, খুলনা :
খুলনা আগামীকাল ৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকার ২৯টি কেন্দ্রে ২০২২ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা চলাকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে নিন্ম লিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পরীক্ষার দিন সকাল ৯টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ৫ বা তিতোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করা যাবে না।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানানো হয়েছে।
Please follow and like us: