সুপার টুয়েলভে প্রথম হ্যাটট্রিক আইরিশ জস লিটলের
স্পোর্টস ডেস্কঃ
উড়তে থাকা নিউজিল্যান্ডকে শেষ বেলায় টেনে ধরলেন জাসুয়া লিটল। পরপর তিন বলে তিন উইকেট তুলে নিয়ে এ আইরিশ বোলার টুর্নামেন্টে করলেন দ্বিতীয় ও সুপার টুয়েলভে নিজের প্রথম হ্যাটট্রিক।
জাসুয়া নিজের দ্বিতীয় স্পেলে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসসহ জেমস নিসাম ও মিচেল সান্টনারকে পরপর ফিরিয়ে দিয়ে তার হ্যাটট্রিক পুরোন করেন।
টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠের লড়াইয়ে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড মুখোমুখি হয়। টস হেরে ব্যাটিং করতে নামে কেন উইলিয়ামসনের দল।
নির্ধারিত ২০ ওভার শেষে নিউজিল্যান্ড ৬ উইকেটে সংগ্রহ করে ১৮৫ রান। আয়ারল্যান্ডকে জিততে হলে করতে হবে ১৮৬ রান।
শুরুতেই মারকাটারি ব্যাটিং করে পাওয়ার প্লের সব সুযোগই কাজে লাগায় তারা। ওপেনিং জুটিতে তুলে নেয় ৫ রান। ৫.৫ ওভারে যখন ১ম উইকেট পড়ে তখন তাদের দলীয় রান ছিল ৫১।
এর আগে অ্যাডিলেড ওভালে এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি।
সেমিফাইনালে যাওয়ার জন্য এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই নিউজিল্যান্ডের সামনে। কেননা সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে শেষ ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও।
অন্যদিকে পয়েন্ট তালিকার একবারে তলানিতে রয়েছে আইরিশরা। এ ম্যাচ তাদের জন্য শুধুই নিয়ম রক্ষার।