রাজবাড়ীতে চোরাকারবারি দুপক্ষের বিরোধে গুলিবিদ্ধ হয়ে আহত-১

আশিকুজ্জামান লিমন, শ্যামনগর
শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার মধ্যভাগে রাজবাড়ীতে চোরাকারবারি দুপক্ষের বিরোধে  গুলিবিদ্ধ হয়ে আহত-১ ৷ আহত ব্যক্তি শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে মামুন (৩০) ৷

ঘটনাসূত্রে জানাগেছে, ভারত থেকে সীমান্ত দিয়ে  চোরাকারবারি আরিফ ওরফে গুলি পাতার বিড়ি সহ বিভিন্ন কসমেটিক সমগ্রী পাচার করে থাকে ৷ তার সহযোগী হিসেবে মামুন কাজ করে ৷

অন্যদিকে মোনাজাত জেল হাজতে থাকলেও তার সহযোগীরা  কাটুনিয়া গ্রামের  মুজিবর তরফদার ছেলে বাপ্পি, কাঠাখালী গ্রামের গফ্ফার গাজীর ছেলে লিটন ও দক্ষিন হাজীপুর গ্রামের আতিয়ার কারিকরের জামাতা যশোরের সুমন ৷ ৩ নভেম্বর ২০২২ তারিখ রাত ৯ টার দিকে

মামুন আরিফের বাড়ি থেকে তার স্ত্রী ও সন্তানকে শশুরবাড়ী মোটরসাইকেল যোগে নিয়ে আসছিল ৷ পথিমধ্যে রাজবাড়ী কলেজ সংলগ্নে মামুনের মোটরসাইকেল গতিরোধ করে বাপ্পি, সুমন ও লিটন ৷

এবং মামুনকে ছুরির আঘাত করে ৷ ঐ সময় আরিফের স্ত্রী ও সন্তান গাড়ী থেকে নেমে পড়ে ৷ মামুন দ্রুত গাড়ি স্ট্যাট দিয়ে চলে যেতে চাইলে তাকে গুলি করে ৷ মামুন গাড়ি চালিয়ে কিছুদুর গিয়ে পড়ে যায় ৷ পাশ্ববর্তী দোকানে থাকা লোকজন তাকে উদ্ধার করে এবং শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরায় নিয়ে যেতে বলেন ৷ পরে সাতক্ষীরা থেকে তাকে খুলনা ২৫০ শর্য্যা হাসপাতালে পাঠানো হয় ৷ এ বিষয় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বলেন, বাপ্পিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৷ এখানো কেউ অভিযোগ করেনি ৷
স্থানীয়দের সূত্রে জানাগেছে যে, সুমন এবং লিটন

গত ২ বছর আগে সুর্বন্যগাছী গ্রামের সিরাজুলের ভাগ্নে আছাদুলকে চাকু মেরে হত্যা করে ২ বছর জেল হয় লিটনের ৷ গতবছর বাড়িতে ফিরে নুরনগর দেওড়াবাড়ী আব্দুল্ল্যার ছেলেকে ছুরি দিয়ে আহত করে ৷ লিটন, সুমন, বাপ্পির নামে একাধিক মামলা রয়েছে ৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)