সিলেটে ৪ বিএনপি নেতা বহিষ্কার
নিউজ ডেস্ক:
দলীয় নির্দেশ না মেনে পৌরসভা ও উপজেলায় প্রার্থী হওয়ায় সিলেটে বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গিয়াস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও মহিলাবিষয়ক সম্পাদক মুসলিমা আক্তার চৌধুরী এবং বিশ্বনাথ পৌরসভার মেয়র প্রার্থী বিএনপির সদস্য মুমিন খান মুন্নাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
Please follow and like us: