কালিগঞ্জে কাঁদামাটি যুক্ত রাস্তায় কার্পেটিংয়ের চেষ্টা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান
আরাফাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় কাঁদামাটি যুক্ত রাস্তার উপর কার্পেটিংয়ের চেষ্টা করার অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদি।
স্থানীয়রা জানায়, উপজেলার মৌতলা ইউনিয়নের পুরাতন বাজার থেকে ঝড়ু খামার পর্যন্ত ১ কিলো ৪০০ মিটার রোডের কার্পেটিংয়ের চলমান রয়েছে। দীর্ঘ ২ বছর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখায় রাস্তার উপর জমে গেছে কাঁদামাটি।
ওই কাঁদামাটির উপর দিয়ে কার্পেটিং করার চেষ্টা করে ঠিকাদার প্রতিষ্ঠান ওটিক টেকনো লিমিটেড। বুধবার (২ নভেম্বর) সকালে ১০ টার দিকে স্থানীয়রা কাঁদা মাটির উপর দিয়ে কার্পেটিং দিতে গেলে বাঁধা প্রদান করেন।
পরবর্তীতে ওটিক টেকনো প্রতিষ্ঠানের দায়িত্বরত ঠিকাদার সোহেল রানা শ্রমীক দিয়ে কাঁদা মাটি পরিস্কার করে কার্পেটিং কাজ চালিয়ে যান। বিষয়টি এলাকাবাসী উপজেলা চেয়ারম্যানকে অভিহিত করেন।
রবিবার দুপুর ২ টার সময় রাস্তার কাজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় তিনি ঠিকাদারকে রাস্তার সব কাদামাটি পরিস্কার করে কার্পেটিং ও কাজের গুণগত মান ঠিক রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি অফিসের সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাছুদ রানা,ওটিক টেকনো লিমিটেডের ঠিকাদার সোহেল রানা ও সাইফুল ইসলাম,মৌতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন বিদ্যুৎ প্রমুখ।