বুধহাটায় ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় ৩৫ বছর বয়সোর্দ্ধ খেলোয়াড় সমন্বয়ে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
পাইথালী মিলন মহল যুব সংঘ ও কুঁন্দুড়িয়া উদয়ন যুব সংঘের আয়োজনে খেলায় বুধহাটা ৩৫ উর্দ্ধ ফুটবল একাদশ ও কামালকাটি ৩৫ উর্দ্ধ ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় কামালকাটি ১-০ গোলের ব্যবধানে বুধহাটাকে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি ছিলেন, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজ সেবক আমিনুর ইসলাম। ইউপি সদস্য আলতাফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, এড. জাকারিয়া আহমদ, নাজমুল হুদা, পিন্টু, আবু রায়হান প্রমূখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন নিতাই মন্ডল ও ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।