পিসি রায়ের ৭৮ তম মহাপ্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার:
আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়ের) ৭৮ তম মহাপ্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের গবেষণা পরিষদের আয়োজনে সাতক্ষীরার তালা উপজেলার শালিখা কলেজে অধ্যক্ষ বিধান চন্দ্র সাধুর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের গবেষণা পরিষদের সভাপতি রণজিৎ কুমার মন্ডল।
অনুষ্টানে প্রধাণ আলোচক ছিলেন-তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, লেখক ও প্রাবন্ধিক প্রভাষক তাপস মজুমদার, বিশিষ্ট লেখক ও গবেষক কাজী শওকত শাহিন, রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কবি খান নজরুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা সাসের নিবাহী পরিচালক শেখ ইমান আলী প্রমূখ।
বক্তারা বলেছেন, আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় যিনি পি সি রায় নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক । তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি নাইট্রেটের আবিষ্কারক। দেশি শিল্পায়ন উদ্যোক্তাও ছিলেন তিনি। তার এই আত্নত্যাগ সারা বিশ্ব মনে রাখবে। অনুষ্টানে অতিথিদের সম্মাননা ও আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি পদক প্রদান শেষে আচার্য সংগীত পরিবেশনা করা হয়।