দেবহাটায় ফেনসিডিল সহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
দেবহাটায় অভিযান চালিয়ে ২৭ বোতল ফেনসিডিল সহ রুবেল মোল্যা (৩০) ও জহিরুল সরদার (৩২) নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুবেল মোল্যা উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের নূর মোহাম্মাদ মোল্যার ছেলে এবং জহিরুল সরদার সদর উপজেলার আলীপুর তালবাড়িয়া গ্রামের মৃত মোবারক সরদারের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাতে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহর দিকনির্দেশনায় দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান, এসআই গোলাম আজম ও এএসআই শামীম হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে উপজেলার প্রানকেন্দ্র পারুলিয়াতে বিদেশী মদ ও ফেনসিডিলের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল রুবেল হোসেন। এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও কৌশলে মাদকের চালান পাঠাত সে।
ভাতশালা, কোমরপুরসহ তৎসংলগ্ন সীমান্ত এলাকাদিয়ে রাতের আধারে ইছামতি নদী পার করে মদ ও ফেনসিডিলের চালান বাংলাদেশে নিয়ে আসতো রুবেল এবং তার সহযোগীরা। পরে চড়া দাম নিয়ে এসব মাদকদ্রব্য যুবসমাজের হাতে পৌঁছে দিত তারা। মাদক কারবারে রীতিমতো একটি সক্রিয় সিন্ডিকেট ছিল রুবেলের।
সম্প্রতি রুবেলকে গ্রেফতারে তৎপর হয় দেবহাটা থানা পুলিশ। গ্রেফতারকালে রুবেলের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল এবং অপর মাদক ব্যবসায়ী জহিরুল সরদারের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।