জেলা প্রশাসন পরিচালিত সাতক্ষীরা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন
ফয়জুল হক বাবু:
সাতক্ষীরার খেলাধুলার মানকে আরও এগিয়ে নিতে সাতক্ষীরা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১/১১/২০২২) বিকাল ৪টায় সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এই স্পোর্টস একাডেমির উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসন পরিচালিত এই একাডেমির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ হুমায়ন কবির। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা রশিদ, ডিডিএলজি মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহামুদ হাসান মুক্তি, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও খেলোয়াড়বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্রীড়া ক্ষেত্রে সাতক্ষীরা জেলা বাংলাদেশের মধ্যে একটি পরিচিত নাম। বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই জেলার অনেক খেলয়াড় বিভিন্ন প্রতিযোগিতায় দেশের হয়ে খেলছে। এই জেলার ক্রীড়াঙ্গনকে আরও একধাপ এগিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্পোর্টস একাডেরি প্রতিষ্ঠা করা হচ্ছে। এক সময় এই একাডেমি থেকেই জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হবে এমন স্বপ্ন থেকে এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ফুটবল দিয়ে একাডেমির শুভ সূচনা হলেও অল্প কিছু দিনের মধ্যে আরও কিছু ইভেন্ট যুক্ত করে খেলোয়াড়দের প্রশিক্ষক দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে দুইটি স্কুলের বার বার চব্বিশ জন শিক্ষার্থী নিয়ে এই একাডেমির কার্যক্রম শুরু করা হয়েছে। তবে পরবর্তিতে উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট বয়সের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে। তিনি সাতক্ষীরাবাসির উদ্দেশ্যে বলেন, এই একাডেমিটি আপনাদের। আমরা চাকরি সূত্রে এখানে আছি, কিছু দিন পরে অন্যত্র চলে যাব কিন্তু একাডেমিটি স্থায়ী ভাবে থাকবে। এটি আপনাদেরকে গর্বিত করবে। এই জন্য এই একাডেমিটি সঠিক ভাবে পরিচালনার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটিই আপনাদের কাছে আমার প্রত্যাশা।