কলারোয়ায় নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের যোগদান
কামরুল হাসান:
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন মীর মস্তাফিজুর রহমান। সদ্য যোগদানকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের প্রথম কার্যদিবসের শুভ সূচনা হয়েছে সোমবার (৩১ অক্টোবর)। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নবাগত কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান বদলিজনিত কারণে গত ২৩ অক্টোবর সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগদান করেন।
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন মীর মস্তাফিজুর রহমান। সদ্য যোগদানকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের প্রথম কার্যদিবসের শুভ সূচনা হয়েছে সোমবার (৩১ অক্টোবর)। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নবাগত কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান বদলিজনিত কারণে গত ২৩ অক্টোবর সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগদান করেন।
তিনি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে কর্মরত ছিলেন। সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগদানের পর সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার (৩১ অক্টোবর) বেলা দেড়টার দিকে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে প্রথম কার্যদিবসের শুভ সূচনা করেন। নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানকে যশোর বিমান বন্দরে পুষ্পস্তাবক অর্পণ করে স্বাগত জানান উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ।
অনুরূপভাবে, নবাগত শিক্ষা অফিসারের আগমনের প্রথম কর্মদিবসে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাস্টার হুমায়ুন কবির মিঠু, অফিস সহায়ক মোশাররফ হোসেন টগর, মাধ্যমিক শিক্ষা অফিসের শেখ জাহিদ হাসান, সমর কুমার দেবনাথ, শহিদুল ইসলাম, আ.রশিদসহ শিক্ষকবৃন্দ ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারীবৃন্দ।
Please follow and like us: