আশাশুনিতে জাতীয় যুব দিবস পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, ঋণের চেক, সনদপত্র বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীর মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিষদের সামনে থেকে র্যালী বেরিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক যুব দিবসের উদ্বোধনী কর্মসূচি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। জাতীয় প্রোগ্রাম শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হকের স ালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়াারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লা প্রমুখ। সিবশেষে শ্রেষ্ঠ সংগঠক, সফল যুব ও যুব মহিলাদের মাঝে সনদপত্র প্রদান এবং ৩০ জন যুব ও যুব নারীদের মাঝে ১৪ লক্ষ ২০ হাজার টাকার বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয়।