মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওমেদ আলীর সরদারের কন্যা মোছাঃ ফরিদা খাতুন। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা এদেশের একজন মুক্তিযোদ্ধা। আমি তার সন্তান হয়েও কোন ন্যায় বিচার পাচ্ছিনা। পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি ভুয়া কাগজপত্র তৈরি করে আমার চাচাতো ভাই শেখ ইখতিয়ার আলী সহ তার সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী গত শনিবার (২৯/১০/২০২২ তারিখ) সকাল আনুমানিক ১১টার দিকে আামার জমি দখল নেওয়ার জন্য আমার বাড়ি ভাঙচুর করে এবং আমার ফলজ গাছ কেটে ফেলে এবং জমি আমার দখল করার চেষ্টা করে। এসময় আমি ও আমার মেয়ে লিমা বাধা দিতে গেলে আমাদেরকে বেধড়ক মারপিট করে আহত করে। আমাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আমাদের কে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমার মেয়ে লিমা ৮ম শ্রেণীতে পড়াশোনা করে। বর্তমানে তার অবস্থা খুবই গুরুতর। সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। তিনি আরো বলেন, ইতিপূর্বে জীবনের নিরাপত্তা চেয়ে প্রতিপক্ষ ইখতিয়ার বাহিনীর নামে আমি বাদী হয়ে ১০৭ ধারায় একটি মামলা দায়ের করি। তারা আদালতে হাজির হয়ে তাদের দোষ স্বীকার করে একটি মুচলেকা দেয়। পরবর্তীতে আবারও ইখতিয়ার বাহিনী জমি দখল নেওয়ার জন্য মারিয়া হয়ে উঠেছে। এব্যাপারে কালিগঞ্জ থানায় একাধিকবার অভিযোগ দিলেও কোন প্রতিকার পায়নি নির্যাতিত মুক্তিযোদ্ধা উমেদ আলীর পরিবার। মুক্তিযোদ্ধা সন্তান মোছাঃ ফরিদা খাতুন ও তার পরিবার ন্যায় বিচার চেয়ে ও ইখতিয়ার বাহিনীর শাস্তির দাবি জানিয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।