পরিবার পরিকল্পনাকে শক্তিশালী করার লক্ষে সাতক্ষীরায় পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
অ্যাডভোকেসি প্রকল্পের মাধ্যমে পরিবার পরিকল্পনাকে শক্তিশালী করার লক্ষে সাতক্ষীরায় পরামর্শ মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মেরী স্টোপস এর সহযোগিতায় ও বেসরকারী সংস্থা সুশিলনের বাস্তবায়নে জেলা এ্যাডভোকেসি কমিটির আহবায়ক কল্যাণ ব্যানার্জি’র সভাপতিত্বে সোমবার (৩১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা লেকভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন, মেরী স্টোপস বাংলাদেশের লীড এ্যাডভোকেসি মনজুন নাহার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেরী স্টোপস বাংলাদেশের লীড অ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন কর্মকর্তা তনুশী মানজি,সাংবাদিক বরুণ ব্যানার্জী ,বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলার কায়সারুজ্জামান হিমেল,প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি সহ অনেকে।