শ্যামনগরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
আসাদুজ্জামানঃ
সাতক্ষীরার শ্যামনগরে জমি-জমা সংক্রান্ত
বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। রবিবার সকালে শ্যামনগর উপজেলার মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বড় ভাইয়ের নাম লোকমান হোসেন (৫৫)। তিনি শ্যামনগর উপজেলার
সদরের মাহমুদপুর গ্রামের মুনসুর আলী শেখের ছেলে।
অপরদিকে, ঘাতক মোশারাফ শেখ (৫০) নিহতের আপন ছোট ভাই।
স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মাহমুদপুর গ্রামের
মুনসুর আলীর বড় ছেলে লোকমান হোসেন ও ছোট ছেলে মোশারফ
হোসেনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে
রবিরবার সকালে লোকমান হোসেনের সাথে তার ছোট ভাই মোশারফ
হোসেনের কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট
ভাই মোশারফ হোসেন তার বড় ভাই লোকমান হোসেনকে ধারালো দা
দিয়ে বুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মারা
যান বড় ভাই লোকমান হোসেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ এ
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যা কান্ডটি ঘটেছে। তিনি
আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।