মহিষাডাঙ্গা হাই স্কুলে অভিভাবক সদস্য নির্বাচনে হিরুলাল প্যানেলের বিজয়
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহকারী অধ্যাপাক হিরুলাল বিশ্বাস প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। রবিবার (৩০ অক্টোবর) স্কুল কক্ষে গোপন ব্যালট ভোট অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ২৭৫ জন ভোটারের মধ্যে ২৪৫ জন ভোটাধিকার পট্রয়োগ করেন। অভিভাবক সদস্য ৫টি পদে দু’টি প্যানেলে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হিরুলাল বিশ্বাস প্যানেলের নিমাই চন্দ্র বিশ্বাস (ফুটবল প্রতীক) ১৪০ ভোট, প্রভাষ চন্দ্র সরকার (চেয়ার প্রতীক) ১৩০ ভোট, ময়নুর ইসলাম (মাছ প্রতীক) ১২৫ ভোট ও মনোরঞ্জন মন্ডল মোরগ প্রতীক) ১২২ ভোট এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মোছাঃ হাফিজা খাতুন (কলস প্রতীক) ১৩১ ভোট বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি অধ্যাপক (অবঃ) মাংগীলাল সরকারের প্যানেলের আলিমউদ্দীন ঢালী (আনারস প্রতীক) ৯৪ ভোট, খোদাবক্স বিশ্বাস (ছাতা প্রতীক) ৯৩ ভোট, নেপাল চন্দ্র মন্ডল (দোয়াতকলম) ৯২ ভোট ও শংকর মন্ডল (হরিণ) ৯৫ ভোট এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে কণিকা তরফদার গোলাপ ফুল) ১১০ ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। সহযোগিতা করেন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, অফিস সহকারী তুষার প্রমুখ। আইন শৃংখলার দায়িত্ব ছিলেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিহাব। নির্বাচন চলাকালে প্রধান শিক্ষক, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।