হেলিকপ্টারে বউ এনে স্বপ্নপূরণ
নিউজ ডেস্ক:
হেলিকপ্টারে চড়ে ছেলে বিয়ে করবেন; এমনই স্বপ্ন দেখতেন মা-বাবা। অবশেষে বড় হয়ে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিলেন আদরের সন্তান।
শুক্রবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের উত্তর দুধখালি গ্রামে এ ঘটনা ঘটে। বরের নাম দাদন তালুকদার। তিনি একই গ্রামের ইদ্রিস আলী তালুকদারের ছেলে।
দাদন তালুকদার ঢাকায় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা। আর কনে রুমানা শবনব রাজধানীর সরকারি বাংলা কলেজে রসায়ন বিভাগের প্রভাষক। তিনি মিরপুর-১০ নম্বর এলাকার আলী মাসুদের মেয়ে।
স্বজনরা জানান, দাদন ছোট থাকতেই মা-বাবার স্বপ্ন ছিল ছেলের বউ হেলিকপ্টারে চড়ে বাড়ি আসবেন। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বাবাকে নিয়ে পাড়ি জমান কনের বাড়ি রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায়। পরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে দুপুর ১টার দিকে বাড়ি ফেরেন তারা। হেলিকপ্টারে বর আর নববধূকে একনজর দেখতে ভিড় জমান হাজারো মানুষ।
বরের মেজো ভাই শাহীন বলেন, মা-বাবার স্বপ্নপূরণ করতে হেলিকপ্টারে করে নতুন বউ এনেছেন আমার ছোট ভাই। আমাদের সবার চেষ্টায় এ স্বপ্ন পূরণ হয়েছে।
বর দাদন তালুকদার বলেন, অনেক আদর করে আমাকে বড় করেছেন মা-বাবা। হেলিকপ্টারে চড়ে বিয়ে করার স্বপ্ন ছিল তাদের। তাদের সেই স্বপ্ন পূরণ করেছি। এক ঘণ্টার জন্য এক লাখ টাকায় হেলিকপ্টারটি ভাড়া করেছি।