কলারোয়ায় ওয়ার্কার্স পার্টির কর্মী সভায় অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ,এম.পি
কামরুল হাসান, কলারোয়া:
ওয়ার্কার্স পার্টির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের হলরুমে ওই সভার আয়োজন করা হয়।
উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ এরসভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড.ফাহিমুল হক কিসলু, উপজেলা কমিটির নেতা সন্তোষ কুমার পাল, অধ্যাপক আবুল খায়ের, ডাঃ পিযুষ কুমার,শাহনুর রহমান, মাস্টার প্রদীপ পাল, আক্তারুল ইসলাম, পুলেন্দু ষোষ প্রমুখ।
এছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, কৃষক, খেতমজুর শ্রমিকসহ গরীব মেহনতী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম চালু করার দাবি কলারোয়া উপজেলা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার আহবান জানান। সাথে সাথে গণসংগঠনের সম্মেলনকে সফল করার মাধ্যমে গরীব মেহনতী মানুষের মুক্তির আন্দোলনকে এগিয়ে নেয়ার আহবান জানান। এছাড়া মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি ও ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-মূল্যের উর্দ্ধগতি, অর্থনৈতিক সংকট সৃষ্টির সম্ভাবনা সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যে সংগঠনকে শক্তিশালী করতে গণসংগঠন গড়ে তোলার আহবান করেন। এছাড়া বক্তারা বলেন-দুর্নীতি সাম্প্রাদায়িকতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা, কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করা, নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম কমানো, কলারোয়ার বেত্রবতী ব্রীজ নির্মাণ সহ রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করার জোর দাবী জানান।
Please follow and like us: