মীরসরাইয়ে ড্রেজারডুবি: আরো ২ শ্রমিকের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে আরো দুই শ্রমিকের মরদেহ করেছেন ফায়ার সার্ভিস। এ নিয়ে সাত শ্রমিকের মরদেহ উদ্ধার হলো। বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শাহিন মোল্লা ও সাড়ে ৯টার দিকে তারেক মোল্লার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আরো দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত আটজনের মধ্যে সাত শ্রমিকের মরদেহ উদ্ধার হলো। বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ওই আট শ্রমিক নিখোঁজ হন। এরমধ্যে আনিচ মোল্লার দুই ছেলে ইমাম হোসেন মোল্লা ও শাহিন মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মাহমুদ মোল্লা, সেকান্দার বারীর ছেলে মো. জাহিদ বারী, রহমান ফকিরের দুই ছেলে মো. আল-আমিন ফকির ও তারেক মোল্লা এবং নুরু সরদারের ছেলে আলম সরদারের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার। তারা সবাই পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি গ্রামের বাসিন্দা।
চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, এ পর্যন্ত সাত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশা করছি, নিখোঁজ অপর এক শ্রমিকের মরদেহটিও পাব। আমাদের ডুবুরিদল উদ্ধার কাজ অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।