শ্যামনগরে সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি সড়কের পাশ থেকে আনুমানিক ৬০-৭০ বছরের অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ গ্যারেজ বাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হরিদাস হালদার জানান, স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার বিকেলে রাস্তার পাশে অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বুধবার (২৬ অক্টোবর) ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।
Please follow and like us: