দেবহাটায় ইউপি সদস্যকে বেকায়দায় ফেলতে প্রতিপক্ষের ষড়যন্ত্র!
স্টাফ রিপোর্টার:
দেবহাটায় নির্বাচনী প্রতিহিংসার জেরে আবুল কালাম নামের এক ইউপি সদস্যকে বেকায়দায় ফেলতে অব্যহতভাবে ষড়যন্ত্রে লিপ্তের অভিযোগ উঠেছে তার নির্বাচনী প্রতিপক্ষদের বিরুদ্ধে। গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের পর থেকে সুষ্ঠভাবে যাবতীয় কার্যক্রম পরিচালনা এবং এলাকার সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকা স্বত্বেও, বিভিন্ন সময়ে প্রতিপক্ষরা তাকে হয়রানী ও সামাজিকভাবে অপদস্ত করতে নানামূখী ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ আবুল কালামের। ভুক্তভোগী আবুল কালাম চন্ডীপুর গ্রামের সামত আলীর পুত্র। তিনি সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক।
বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে ভুক্তভোগী ইউপি সদস্য আবুল কালাম অভিযোগ করে বলেন, গেল নির্বাচনে জনগনের বিপুল ভোট পেয়ে আমি ইউপি সদস্য নির্বাচিত হলে আমার ওপর ক্ষুদ্ধ হয়ে ওঠেন পরাজিত জনপ্রতিনিধি। এরপর থেকে আমি সাধারণ মানুষ ও এলাকার উন্নয়নে ভাল কাজ করলেও, বিভিন্ন সময়ে তিনি আমাকে নিয়ে অপপ্রচার চালিয়ে আসছেন। আমাকে হয়রানী ও সামাজিকভাবে হেনস্তা করতে তিনি অব্যহতভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছেন।
সম্প্রতি বসন্তপুরের নির্মল নির্মল সরকার নামের এক ব্যাক্তিকে দিয়ে তিনি আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপন করিয়েছেন। সংবাদ সম্মেলনে ওই জনপ্রতিনিধির শেখানো বুলি হিসেবে নির্মল সরকার আমার বিরুদ্ধে বন্ধকী স্বর্ণালঙ্কার আত্মসাতের মিথ্যা অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরে আমাকে হেয় পতিপন্ন করার অপচেষ্টা চালিয়েছেন।
প্রকৃতপক্ষে ২০১৫ সালে নির্মল সরকার আমার কাছে তার বসতভিটার জমি বন্ধক রেখে ১ লক্ষ টাকা গ্রহন করে। সেসময় সে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পের চুক্তিনামায় স্বাক্ষর করে এবং তার জমির দলিল আমার কাছে রেখে নগদ ১ লাখ টাকা গ্রহন করে। চুক্তি মোতাবেক গেল বছরের জমির হারির ২০ হাজার টাকাসহ মূল ১ লাখ টাকা মিলিয়ে তার কাছে আমার ১ লাখ ২০ হাজার টাকা পাওনা হয়।
কয়েক মাস আগে নির্মল সরকার ১ লক্ষ টাকা নিয়ে আমার কাছে এসে আকুতি মিনতি করলে ২০ হাজার টাকা কম থাকা স্বত্বেও আমি তাকে তার জমির দলিল ও স্ট্যাম্প ফিরিয়ে দিই। সম্প্রতি আমি তার কাছে বকেয়া ২০ হাজার টাকা চাইতে শুরু করলে সে আমার পাওনা টাকা ফেরত না দিতে আমার প্রতিপক্ষদের সাথে ষড়যন্ত্রে মিলিত হয়েছে। ন্যাক্কারজনক এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি প্রতিপক্ষের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগীতাও চেয়েছেন ইউপি সদস্য আবুল কালাম।