আধার কার্ড ছাড়া বিয়ে করা যাবে না, নিয়ম চালুর চিন্তা ভারতে
আন্তর্জাতিক ডেস্ক:
নাগরিক পরিচয়পত্র বা ‘আধার কার্ড’ ছাড়া বিয়ে করা যাবে না। এমন নিয়ম চালু হতে যাচ্ছে ভারতের উত্তরপ্রদেশে।
উত্তরপ্রদেশ সরকার বলছে জালিয়াতি ঠেকাতে এমন পদক্ষেপ নিচ্ছে তারা। বলা হচ্ছে বিয়ে নথিভুক্ত করার ক্ষেত্রে যদি আধার কার্ড বাধ্যতামূলক করা না হয়, তাহলে জালিয়াতি আটকানো যাবে না।
তবে এ পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। উত্তরপ্রদেশে বিয়ে নথিভুক্ত করার জন্য স্ট্যাম্প ও রেজিস্ট্রিশনের বিভাগে আবেদন করতে হয় নবদম্পতিকে। এরপর বর-কনের পরিচয় পত্র, বয়স ও বাসস্থান সংক্রান্ত নথি দেখে বিয়ের আইনি স্বীকৃতি দেন বিভাগীয় কর্মকর্তারা। এমনকি, যারা বিয়ে করেন তাদের হলফনামাও দিতে হয় আদালতে।
এত কিছুর পরও আবার আধার কার্ড কেন লাগবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
Please follow and like us: